• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

একদিন ভোর হবে সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ পি.এম.
এনসিপির নারী নেত্রী জান্নাত আরা রুমী। ছবি-সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে নারী হোস্টেল থেকে ধানমণ্ডি শাখার এনসিপির নারী নেত্রী জান্নাত আরা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চম তলা ভবনের পঞ্চম তলার রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই মো. কামরুজ্জামান জানান, সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চম তলা ভবনের পঞ্চম তলা রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে রুমী মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই লিখেছিলেন, ‘একদিন ভোর হবে সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না.. কারণ আমি ভোরে উঠি না.!’

একটি দলবদ্ধ ছবির সঙ্গে এমন ক্যাপশনের অর্থ খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা। অনেকেই বলছেন এটি মজার ছলে করা একটি পোস্ট। আবার কেউ কেউ বলছেন, মৃত্যুর আগেই মানুষ বুঝতে পারে যে তাঁর সময় শেষ হয়ে যাচ্ছে এমন কিছু কথা এবং আচরণ করে যেন সত্যিই ঘটবে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাহুল গান্ধীর পোস্টে একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা
রাহুল গান্ধীর পোস্টে একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা
'তাহলে সেই বাকস্বাধীনতাটা কোথায় গেল?'
মামলার প্রতিক্রিয়া 'তাহলে সেই বাকস্বাধীনতাটা কোথায় গেল?'
ভারতে পালানোর পর ফয়সালের সেলফি : জুলকারনাইন
হাদি হত্যাচেষ্টা ভারতে পালানোর পর ফয়সালের সেলফি : জুলকারনাইন