• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পি.এম.
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী-সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন কেউ বাধা দিয়ে নির্বাচন ঠেকাতে পারবে না। নির্বাচন ভালোভাবেই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে সহাবস্থানে থাকে, তাহলে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নির্বাচন নিয়ে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

ঘটনার মূলহোতা গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ‘মূল আসামি এখনো গ্রেফতার হয়নি, এটি সত্য। তবে তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।’

কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি প্রসঙ্গে বলেন, চলতি মৌসুমে আলু চাষে অনেক কৃষক লোকসানের মুখে পড়লেও তারা আবারও আলু রোপণে এগিয়ে এসেছেন। সরকার কৃষকদের জন্য প্রণোদনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি আরও বলেন, আলুতে লোকসান হলেও এ বছর ধান উৎপাদনে ভালো ফলন হয়েছে।

এর আগে তিনি সিরাজদিখানের কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুসুমপুর উচ্চবিদ্যালয়, ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয়, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ এবং রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তার আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের
বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তার আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের
গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন
গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন
নভেম্বর মাসে সড়কে নিহত ৪৮৩ জন
নভেম্বর মাসে সড়কে নিহত ৪৮৩ জন