• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চলতি সালে ১৮ সাংবাদিক পেলেন মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক    ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পি.এম.
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ঢাকায় বিজয়ীদের মাইগ্রেশন মিডিয়া পুরস্কার প্রদান করেন-ছবি: সংগৃহীত

অভিবাসন খাতে অনুসন্ধানী সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন ১৮ জন সাংবাদিক।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবসে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর বাংলাদেশ প্রধান ম্যাক্স টুনন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের রেইজ প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব ড. এ.টি.এম. মাহবুব-উল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য ও অভিবাসন খাতের বর্তমান চিত্র তুলে ধরেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান।

এ বছর জাতীয় দৈনিক বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন দৈনিক সমকালের রাজীব আহমদ, দ্বিতীয় হয়েছেন দৈনিক কালের কণ্ঠের রাসেল আহমেদ এবং তৃতীয় হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কানিজ ফাতেমা ও প্রথম আলোর মো. মহিউদ্দিন। আঞ্চলিক পত্রিকা, অনলাইন, টেলিভিশন ও রেডিও বিভাগেও বিভিন্ন সাংবাদিক পুরস্কৃত হন। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং প্রাইজমানির চেক তুলে দেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “অভিবাসীদের কথাগুলো তুলে ধরেন সাংবাদিকরা, যা খুবই গুরুত্বপূর্ণ। অভিবাসন হতে হবে নিরাপদ, এবং বৈধভাবে দক্ষ ও আধাদক্ষ কর্মী বিদেশে পাঠানো উচিত।”

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ যোগ করেন, “সংখ্যার পেছনে থাকা মানুষের গল্পই সাংবাদিকতার মূল বিষয়। বিদেশি প্রবাসীদের পাশে থেকে তাদের সমস্যা তুলে ধরা জরুরি।”

আইএলও বাংলাদেশের প্রধান ম্যাক্স টুনন বলেন, “বিদেশে যাওয়া প্রক্রিয়া ব্যয়বহুল, সমস্যার সমাধান জরুরি। সাংবাদিকরা নীতি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৫ সালে ব্র্যাক কর্তৃক প্রথমবারের মতো চালু হয়। এবারের পুরস্কার ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে প্রদান করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার আরোগ্য কামনায় জাতীয় প্রেসক্লাবের দোয়া মাহফিল
খালেদা জিয়ার আরোগ্য কামনায় জাতীয় প্রেসক্লাবের দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডিইউজে-বিএফইউজে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডিইউজে-বিএফইউজে দোয়া মাহফিল
ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সম্পাদক মাইনুল হাসান
ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সম্পাদক মাইনুল হাসান