নাচ-গানে আইসিএইচ-বির বিজয় দিবস উদযাপন

কয়েকশো শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ ও গানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ইনস্টিটিউট অব কমিউনিটি হেলথ-বাংলাদেশ (আইসিএইচ-বি) ও ঢাকা কমিউনিটি নার্সিং কলেজ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সপ্তম তলায় প্রফেসর কাজী আবুল মনসুর অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ফিরোজুর রহমান নান্নু, ডিসিএইচ ট্রাস্টের পরিচালক সুকুমার চক্রবর্তী, আইসিএইচ-বির প্রিন্সিপাল ডা: আমিন সাবেরসহ আরো অনেকে। বক্তব্যে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ও এর আলোকে তরুণ প্রজন্মের আগামীর পথচলা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিটিএইচ ট্রাস্টের সদস্য কাজী হাবিবুর রহমান।
আলোচনা পর্ব শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব। এতে দলীয় ও একক নাচ-গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। এ পর্বের শুরুতে দলীয় সংগীত (এক সাগর রক্তের বিনিময়ে) গেয়ে শোনান অনি তাবাসসুম, জিনিয়া, নীল ও সাকিব। পরে নিঝুম (গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ), অনি ও তার দল (পৃথিবী এবার এসে বাংলাদেশে নাও চিনে), দিপু (সূর্যোদয় তুমি সূর্য অস্তে তুমি), জিনিয়া (প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ), হিমু (আমি বাংলায় গান গাই), অনি তাবাসসুম (দুর্গম গিরি কান্তার মরু) ও সুদীপ্ত (আমার সোনার বাংলা) গান পরিবেশন করেন। গানের মাঝে মাঝে নৃত্য পরিবেশন করেন জারা (বল বীর বলো উন্নত মম শির), তন্নী ও অনি (চলো সবাই জীবনের আহ্বানে), দলীয় নিত্য (এসো বাংলার যত বীর জনতা), সেতু (মোর বিনা ওঠে কোন সুরে), মিতু (মন মোর মেঘেরও সঙ্গী), তন্নী (মায়াবন বিহারিনী হরিণী) ও ভাবনা (ময়না ছলাৎ ছলাৎ) গানে নিত্য পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবরিনা ও তাহমিনা।
ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ




