• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

থানায় ঘুমিয়ে থাকা পুলিশের সঙ্গে সেলফি গ্রেপ্তার ছাত্রলীগ নেতার

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

থানার ভেতর পুলিশি হেফাজতে থাকা অবস্থায় চেয়ারে বসে ঘুমাতে থাকা এক পুলিশ সদস্যের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দেন গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা।

গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুকে সেলফি তুলে এই পোস্ট দেন। এতে তিনি লিখেন, ‘ঘুম ভালোবাসিরে এএএ...। জীবন যেমনই হোক, বিনোদন মিস করা যাবে না।’

ছবিতে দেখা যায়, ছাত্রলীগ নেতার পেছনে চেয়ারে বসে ঘুমাচ্ছেন এক পুলিশ কনস্টেবল। সেলফি নিজের ফেসবুক আইডিতে পোস্টের পাশাপাশি ভিডিও কলে আরেক ছাত্রলীগ নেতার সঙ্গে কথাও বলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে থানায় পুলিশি হেফাজতে থাকা আসামির মুঠোফোন, ফেসবুক ব্যবহার নিয়ে আলোচনা চলছে। তাকে গ্রেপ্তারের পর হাজতখানায় না রেখে কেন কর্তব্যরত কর্মকর্তার কক্ষে রাখা হয় তা নিয়েও প্রশ্ন উঠেছে।

গ্রেপ্তার ওই ছাত্রলীগ নেতার নাম শোয়াইব উল ইসলাম ওরফে মহিম (২১)। তিনি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বশরের ছেলে এবং একই ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি।

পুলিশ জানায়, গতকাল রাত একটার দিকে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে শোয়াইবকে গ্রেপ্তার করে পুলিশ। বিজয় দিবস উপলক্ষে যুবলীগের একটি কর্মসূচিতে অংশগ্রহণ করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শোয়াইবকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে তাকে গ্রেপ্তারের পর থানায় আনা হয়। তাকে থানায় রেখে অভিযানকারী দল দ্রুত আরেকটি অভিযানে চলে যায়। এই সুযোগে নিজের কাছে লুকানো মুঠোফোন দিয়ে থানার ভেতর থেকে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেন তিনি। পরে তার কাছ থেকে মুঠোফোনটি উদ্ধার হয়েছে। প্রাথমিক তল্লাশিকালে এটি পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ এমএম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাহুল গান্ধীর পোস্টে একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা
রাহুল গান্ধীর পোস্টে একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা
'তাহলে সেই বাকস্বাধীনতাটা কোথায় গেল?'
মামলার প্রতিক্রিয়া 'তাহলে সেই বাকস্বাধীনতাটা কোথায় গেল?'
ভারতে পালানোর পর ফয়সালের সেলফি : জুলকারনাইন
হাদি হত্যাচেষ্টা ভারতে পালানোর পর ফয়সালের সেলফি : জুলকারনাইন