রাজধানীর একটি হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টন থানার বিজয় নগরের একটি আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলামের (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান শেখ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ ভোর ৪টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি হোটেলের বাথরুমে পরে ছিল। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাগেরহাট জেলা জাতীয় পার্টির এক নেতা জানান, গতকাল ঢাকায় জাতীয় পার্টির একটি সভায় অংশগ্রহণ শেষে রাতে তিনি ওই হোটেলে যাত্রাযাপন করেন। ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্ট্রোকজনিত কারণে এই নেতার মৃত্যু হয়েছে বলে ধারণার কথা জানান তিনি।
জানা গেছে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলেন হাজরা শহিদুল ইসলাম। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে মরদেহটি পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/ এমএম



