শনিবার
রোকেয়া ডায়াগনস্টিক সেন্টারে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মোহনগঞ্জ উপজেলায় রোকেয়া ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আগামী শনিবার (২০ ডিসেম্বর) মোহনগঞ্জ উপজেলা হাসপাতাল সংলগ্ন রোকেয়া ডায়াগনস্টিক সেন্টারে এ ‘ফ্রি মেডিকেল ক্যাম্পে’ বিশেষজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপী স্বাস্থ্য সেবার পরামর্শ দিবেন।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক মোহনগঞ্জের কৃতি সন্তান মেডিসিন ও শিশু চিকিৎসক ডা. মো: আবুল কালাম।
রোকেয়া ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মঞ্জুরুল হোসেন রুবেল বলেছেন, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে চিকিৎসা সেবা নিতে আগ্রহী সবাইকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হবে। আশা করছি ভাটি বাংলার রাজধানীখ্যাত মোহনগঞ্জের বিভিন্নস্তরের মানুষ এই ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা গ্রহণ করে উপকৃত হবেন।
ভিওডি বাংলা/ এমএম/ এম






