• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক    ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ এ.এম.
হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন ছাত্র-জনতা-সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ছাত্র-জনতা। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ও স্বতঃস্ফূর্তভাবে মানুষ শাহবাগে এসে উপস্থিত হন।

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৮টার দিকে শাহবাগ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ ছাত্র-জনতার হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তারা “ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “এই বাংলায় আওয়ামী লীগের আস্তানা হবে না”, “হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”-এমন নানা স্লোগানে পুরো এলাকা মুখর করে তুলছেন।

শাহবাগে জড়ো হয়ে ছাত্র-জনতা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী, আজাদী-আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’-এ ধরনের স্লোগান দিচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্র-জনতা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে থাকে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুলিটি তার মাথায় লাগে। প্রথমে ঢাকায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে চারটি ককটেল বিস্ফোরণ, নারী আহত
রাজধানীতে চারটি ককটেল বিস্ফোরণ, নারী আহত
নিকুঞ্জে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
নিকুঞ্জে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
গণপূর্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গণপূর্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন