সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশন জানায়, প্রয়োজনীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় সিঙ্গাপুরে হাদির জানাজা আয়োজন করা সম্ভব হয়নি। এ বিষয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে হাইকমিশন দুঃখ প্রকাশ করেছে।
পোস্টে আরও বলা হয়, সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দেশটির আইন ও বিধি-বিধানের প্রতি সম্মান প্রদর্শনের অনুরোধ জানানো হচ্ছে।
এর আগে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল যে হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সিঙ্গাপুরে জানাজা হচ্ছে না।
ভিওডি বাংলা/জা





