• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তা

নিজস্ব প্রতিবেদক    ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পি.এম.
সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর -ছবি-ভিওডি বাংলা

দৈনিক ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভরত একদল উগ্রবাদের হাতে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর হেনস্তার শিকার হন। তিনি বিক্ষোভকারীদের শান্ত করতে এগিয়ে গেলে ভিড়ের মধ্যে তার পিঠে ধাক্কা দেওয়া হয় এবং চুল টানার চেষ্টা করা হয়। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে কারওয়ান বাজারে অবস্থিত ‘প্রথম আলো’ কার্যালয়ে আটকে পড়া সাংবাদিকদের সহায়তা করতে গেলে তার ওপর চড়াও হয় একদল বিক্ষোভকারী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেশকিছু ব্যক্তি মারমুখী ভঙ্গিতে নূরুল কবীরের দিকে তেড়ে আসছে। পরিস্থিতি বেগতিক দেখে সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিরাপত্তা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান।

এর আগে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক ‘প্রথম আলো’ ও ফার্মগেটের ‘দ্য ডেইলি স্টার’ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ থেকে মিছিল নিয়ে বিক্ষুব্ধ একটি দল কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছালে সেখানে বিক্ষোভ শুরু হয়। পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলেও একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
 
উত্তেজিত জনতা কার্যালয়টির ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়।

পরবর্তীতে একই বিক্ষোভকারী দল ফার্মগেটে অবস্থিত ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ ভবনেও হামলা চালায় এবং সেখানে অগ্নিসংযোগ করে।

গভীর রাত পর্যন্ত ওই এলাকাগুলোতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিলো। 

এদিকে, সম্পাদক পরিষদের সভাপতির ওপর এমন হেনস্থা এবং শীর্ষস্থানীয় দু’টি সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মহল থেকে এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমি ভয় পাচ্ছি না, পরিবার উদ্বিগ্ন: প্রেস সচিব
আমি ভয় পাচ্ছি না, পরিবার উদ্বিগ্ন: প্রেস সচিব
খালেদা জিয়ার আরোগ্য কামনায় জাতীয় প্রেসক্লাবের দোয়া মাহফিল
খালেদা জিয়ার আরোগ্য কামনায় জাতীয় প্রেসক্লাবের দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডিইউজে-বিএফইউজে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডিইউজে-বিএফইউজে দোয়া মাহফিল