ভাঙচুর-অগ্নিসংযোগ পরিহার করে শত্রু চেনার আহ্বান ইনকিলাব মঞ্চের

শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ধরনের সহিংস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে হাদির নিজ হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদের হাতেই দেশকে তুলে দেওয়া যাবে না। ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে।
পোস্টে আরও বলা হয়, ‘৩২ আর ৩৬ এক জিনিস নয়-এই বাস্তবতা সবাইকে বুঝতে হবে।’ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে পরিকল্পিতভাবে দেশে অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলেও দাবি করা হয়।
ইনকিলাব মঞ্চের পোস্টে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে একটি জঙ্গি অভয়ারণ্য ও নিয়ন্ত্রণহীন রাষ্ট্র হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে, যার কোনো সুফল নেই; বরং এর মাধ্যমে দেশকে দীর্ঘমেয়াদি সংকট ও নির্ভরশীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
দেশের শত্রুদের চেনার আহ্বান জানিয়ে পোস্টে আরও বলা হয়, ওসমান হাদি তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আজীবন সার্বভৌমত্বের শত্রুদের চিহ্নিত করেছেন এবং তাদের মোকাবিলার পথ দেখিয়েছেন। এই লড়াই দীর্ঘমেয়াদি-এটি কয়েক দিনে শেষ হওয়ার নয়।
দেশকে স্থিতিশীল রাখতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা এবং সব ধরনের সহিংসতা পরিহারের আহ্বান জানানো হয় পোস্টে।
ভিওডি বাংলা/জা





