সম্মিলিত নারী প্রয়াস
হাদির হত্যার বিচার নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না

জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না বলে জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। অথচ এখনো বিচার প্রক্রিয়ায় গড়িমসি ও দায়ীদের রক্ষার অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা আরও বলেন, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে কোনো টালবাহানা চলবে না-ফাঁসি ছাড়া জনগণ মেনে নেবে না।
সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা তাসনিম বলেন, জুলাই বিপ্লবে এত আত্মদানের পরও আমরা বাংলাদেশকে প্রকৃত অর্থে মুক্ত করতে পারিনি। ৫৪ বছর পেরিয়েও আজ স্বাধীনতাকে খুঁজতে হচ্ছে। বিপ্লব-পরবর্তী সময়ে জুলাইযোদ্ধা হাদির হত্যাকে সিইসি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আখ্যায়িত করায় তিনি তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, অতীতের হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত না হওয়ায় আজ হাদিকে প্রাণ দিতে হয়েছে। এভাবে বিচারহীনতা চলতে থাকলে আরও তরুণ বিপ্লবী হত্যার শিকার হতে পারে। আর কোনো প্রাণের ওপর গুলি চললে নারী সমাজ চুপ করে থাকবে না।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ড. ফেরদৌস আরা খানম, সহকারী সেক্রেটারি মাহসিনা মমতাজ মারিয়া, সদস্য লাবিন রহমান, নিশাত শারমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবিনা ইয়াসমিন, জুলাইযোদ্ধা জান্নাতুন নাঈম প্রমি, সদস্য রায়হানা নাসিমসহ অন্যান্যরা।
ভিওডি বাংলা/জা







