• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

করতে চান মানুষের সেবা

বাবা'র স্বপ্ন পূরণে ডাক্তার হতে চান সঞ্চয়

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি    ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পি.এম.
রংপুর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে সঞ্চয়। ছবি: ভিওডি বাংলা

নিজের নয়—বাবার দেখা একটি স্বপ্ন পূরণ করতেই নিরলস লড়াই চালিয়ে যাচ্ছেন সাদিক হাসান সঞ্চয়।

বলছি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের মৃত এনজিও কর্মী আক্কাছ আলীর ছেলে সাদিক হাসান সঞ্চয়ের কথা, ছোটবেলা থেকেই বাবার মুখে শুনে এসেছেন, বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করবেন সে। সেই স্বপ্নই আজ সঞ্চয়ের জীবনের লক্ষ্য।

কিন্তু হঠাৎ করে তিন বছর আগে বাবা মারা গেলে আর্থিক অসচ্ছলতা পড়তে হয় তাকে, তবুও সঞ্চয়ের পড়াশোনায় আগ্রহ ও ফলাফলে কখনো ভাটা পড়েনি। হাল ছাড়েনি সে, টিউশনি করিয়ে নিজের লেখাপড়ার খরচ নিজে চালিয়ে আসছেন সে, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। সদ্য রংপুর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে সঞ্চয়, কিন্তু মেডিকেলে ভর্তি ও পরবর্তী পড়াশোনার ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে, সঞ্চয়ের ডাক্তারি পড়া চালিয়ে যেতে সরকারের সহযোগিতা কামনা করেন তার মা বোন ও এলাকাবাসী। 

এলাকাবাসীরা জানান, সঞ্চয়ের বাবার স্বপ্ন ছিল তার ছেলে একজন ডাক্তার হবে, কিন্তু তিনি হঠাৎ মারা যাওয়ায় পরিবারে আর্থিক সংকট দেখা দেয়, তারপরও তারপরও সে হাল ছাড়িনি বাবার স্বপ্ন পূরণ করতে টিউশনি করিয়ে লেখাপড়া চালিয়ে গেছে, এখন সে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে পেয়েছে, আমরা চাই সরকার তাকে একটু সহযোগিতা করুক, যাতে সে ডাক্তারি পড়াটা শেষ করতে পারে। 

সঞ্চয়ের মা ছকিনা বেগম ও বোন আসমাউল হুসনা আর্নিকা জানান, সঞ্চয় ছোটবেলা থেকে খুব মেধাবী, তার বাবার স্বপ্ন পূরণ করতে সে কষ্ট করে লেখাপড়া করতেছে, আজ ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে, কিন্তু আমাদের সংসদে অভাব, তাই সঞ্চয় লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি। যাতে সে ডাক্তারি পাস করে তার বাবার স্বপ্ন পূরণ করতে পারে ও একজন ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে পারে। 

সঞ্জয় জানান, আমার বাবার স্বপ্ন ছিল আমি বড় হয়ে ডাক্তার হব, আজ আমি রংপুর মেডিকেল কলেজে পড়ার  চান্স পেয়েছি, এখন বাবার স্বপ্ন পূরণ করব, এখন আমাদের সংসারে অভাব রয়েছে লেখাপড়া চালিয়ে যেতে সরকারের সহযোগিতা কামনা করছি। যাতে আমি ডাক্তার হয়ে এ দেশের মানুষের সেবা করতে পারি।
 
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়ালীউল্লাহ মন্ডল জানান, সাদিক হাসান সঞ্চয়ের বিষয়টি আপনাদের কাছে জানলাম, সে যদি আমাদের দপ্তর বরাবর আর্থিক  সহযোগিতার জন্য আবেদন করে, আমরা তাকে যথাসাধ্য আর্থিক সহযোগিতা  করার চেষ্টা করব।

ভিওডি বাংলা/ জাহাঙ্গীর আলম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অমৃতা, সম্পাদক সৌমিত্র
বাকৃবি চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অমৃতা, সম্পাদক সৌমিত্র
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
রাজৈর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
আ’লীগ সভাপতি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নলছিটি আ’লীগ সভাপতি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার