খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: ডা. এ জেড এম জাহিদ

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ২৩ নভেম্বর থেকে টানা প্রায় এক মাস ধরে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং দেশবাসীর দোয়ায় তাঁর শারীরিক অবস্থা বর্তমানে গত এক মাসের তুলনায় স্থিতিশীল রয়েছে।
তিনি জানান, শুক্রবার খালেদা জিয়ার শরীরে একটি ছোট চিকিৎসা-প্রক্রিয়া (প্রসিজার) সম্পন্ন করা হয়েছে। ওই প্রসিজারটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি তা ভালোভাবে সহ্য করতে পেরেছেন।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, বর্তমানে খালেদা জিয়া হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এখানে আইসিইউর সব ধরনের সুবিধা রয়েছে। সাধারণভাবে বুঝতে চাইলে বলা যায়, তিনি আইসিইউ ব্যবস্থাসম্পন্ন একটি কেবিনেই চিকিৎসাধীন আছেন।
তিনি জানান, দেশ-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং এই চিকিৎসা প্রক্রিয়া যেন আল্লাহ অব্যাহত রাখেন-সে জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, কন্যা শর্মিলা সাইদা শামিলা রহমান, শাম ইস্কান্দারসহ পরিবারের সদস্য এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয় বলেও জানান ডা. জাহিদ হোসেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেনি। আজ যে চিকিৎসা-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেটি সফলভাবে হওয়াটাই প্রমাণ করে যে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।
শেষে তিনি খালেদা জিয়ার সার্বিক সুস্থতার জন্য আবারও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
ভিওডি বাংলা/জা





