• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জানা গেল কবে কোথায় হবে ফিনালিসিমা

স্পোর্টস ডেস্ক    ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পি.এম.
লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। সংগৃহীত ছবি

স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালের আইডল ও ধর্মপিতা লিওনেল মেসি। বার্সেলোনায় মেসির রেখে যাওয়া ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি এখন গায়ে চাপিয়ে খেলছেন ইয়ামাল। তাদের নিয়ে তুলনা থাকলেও সম্পর্কের গভীরতায় কখনো চিড় ধরেনি। এবার সেই গুরু-শিষ্যের সম্পর্ক মাঠে রূপ নিতে যাচ্ছে সরাসরি দ্বন্দ্বে।

আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ফিনালিসিমা, যেখানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে—যে ভেন্যুতে ২০২২ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।

২০২২ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমার বর্তমান শিরোপা জেতে আর্জেন্টিনা। এর আগে ১৯৮৫ সালে ফ্রান্স এবং ১৯৯৩ সালে আর্জেন্টিনা এই ট্রফি জিতেছিল।

এই ম্যাচ দিয়েই প্রথমবার আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হবেন বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল ও ইন্টার মায়ামির ফরোয়ার্ড লিওনেল মেসি। একই ক্লাব বার্সেলোনা থেকে উঠে আসা, একই পজিশনে খেলা, বাঁ পায়ের উইঙ্গার এবং ১০ নম্বর জার্সি—এই মিলের কারণেই ১৮ বছর বয়সী ইয়ামালকে প্রায়ই ৩৮ বছর বয়সী মেসির সঙ্গে তুলনা করা হয়।

তবে এই তুলনাকে একেবারেই পাত্তা দিতে চান না ইয়ামাল। সম্প্রতি তিনি বলেন,
“আমি মনে করি লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। কিন্তু তিনিও জানেন, আমি একজন আলাদা খেলোয়াড়। আমি তার মতো হতে বা খেলতে চাই না, এমনকি ১০ নম্বর জার্সির কারণেও না। আমি নিজের পথেই এগোতে চাই।”

যদিও মাঠে এবারই প্রথম মুখোমুখি হচ্ছেন তারা, তবে ইয়ামালের সঙ্গে মেসির সম্পর্ক অনেক পুরনো। ২০০৭ সালে একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য শিশু ইয়ামালের সঙ্গে ছবি তুলেছিলেন মেসি, যা ২০২৪ ইউরোর সময় নতুন করে ভাইরাল হয়। এছাড়া লা মাসিয়ায় থাকার সময় বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ডেও মেসির সঙ্গে ইয়ামালের একাধিক ছবি রয়েছে।

সব মিলিয়ে ফিনালিসিমা শুধু দুটি মহাদেশের চ্যাম্পিয়নদের লড়াই নয়, এটি হয়ে উঠছে ফুটবল ইতিহাসের এক প্রতীকী মুহূর্ত—যেখানে অতীতের মহাতারকা ও ভবিষ্যতের সম্ভাবনা একই মঞ্চে দাঁড়াচ্ছেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যালন ডি’অরের পর ফিফা দ্য বেস্টও দেম্বেলের
ব্যালন ডি’অরের পর ফিফা দ্য বেস্টও দেম্বেলের
রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
আইপিএল রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
আম্বানির আমন্ত্রণে জামনগরে মেসি
আম্বানির আমন্ত্রণে জামনগরে মেসি