• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘এমন সাহসী কণ্ঠ কি আর পাব?’—হাদিকে নিয়ে নিলয়

বিনোদন ডেস্ক    ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পি.এম.
শহীদ শরিফ ওসমান হাদি ও অভিনেতা নিলয় আলমগীর। সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির আকস্মিক মৃত্যুতে মুহূর্তেই স্তব্ধ হয়ে গেছে গোটা দেশ। এক সাহসী কণ্ঠের চিরবিদায়ে রাজপথ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই নেমে এসেছে শোকের ভারী ছায়া। ফেসবুকের টাইমলাইনে ভেসে উঠছে শ্রদ্ধা ও বেদনার ঢেউ। এই শোকের মিছিলে সামিল হয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা নিলয় আলমগীরও।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক আবেগঘন পোস্টে প্রয়াত হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানান নিলয় আলমগীর।

পোস্টে তিনি লেখেন,
“হাদি হয়তো এমন বিদায় চেয়েছিল। সবার দোয়া আর ভালোবাসা নিয়ে চলে গেল। এমন সাহসী কণ্ঠস্বর কি আর পাব?”

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও শোক প্রকাশ করেন। তিনি লেখেন,
“আমাদের ভাই হাদি রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদি!”

দুর্বৃত্তের গুলিতে আহত শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেদিন সন্ধ্যা সাড়ে ৬টার পর তার অপারেশন সম্পন্ন হয়। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে সন্ধ্যার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুবিনের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
জুবিনের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
আভিজাত্য আমাকে টানে না: ঈশিতা
আভিজাত্য আমাকে টানে না: ঈশিতা
বিজয়ের আনন্দে শোবিজ তারকাদের দেশপ্রেম
বিজয়ের আনন্দে শোবিজ তারকাদের দেশপ্রেম