• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশা

পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পি.এম.
পাংশায় বিভিন্ন মামলায় ৫ জন গ্রেপ্তার। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা মডেল থানার অভিযানে বিভিন্ন মামলায় মোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পাংশা মডেল থানা পুলিশের আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ওয়ারেন্টভুক্ত মামলা ও পুলিশ আইনে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক করা হয় পৌরসভার নারায়ণপুর গ্রামের মো. সাকেন শেখের ছেলে মো. ইমরান শেখ (৩২) এবং বিষ্ণুপুর গ্রামের রমজান মন্ডলের ছেলে মো. সুমন মন্ডল (২৮)।

এছাড়া পাংশা থানার এফআইআর নং-৫, তারিখ- ০৮ সেপ্টেম্বর ২০২৫; জিআর নং-১৯৬; ধারা- ১৫(১)/১৫(৩), বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে কলিমহর ইউনিয়নের তত্তিপুর গ্রামের মৃত আ. করিম শেখের ছেলে মো. আনোয়ার হোসেন কালু (৫৩)কে আটক করা হয়।

একই অভিযানে ০১টি সিআর ওয়ারেন্টভুক্ত মামলার আসামি হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের মৃত তারেক প্রামানিকের ছেলে শাহজাহান (৩৯)কে গ্রেপ্তার করা হয়। অপরদিকে পুলিশ আইনের ৩৪ ধারার মামলায় কুড়াপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মাহাদি তাসিন ওরফে নাফিজ (১৯)কে আটক করে পুলিশ।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মোট ৫ জন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, পাংশা থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অমৃতা, সম্পাদক সৌমিত্র
বাকৃবি চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অমৃতা, সম্পাদক সৌমিত্র
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
রাজৈর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
আ’লীগ সভাপতি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নলছিটি আ’লীগ সভাপতি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার