সুদানে শহীদ
ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছাবে শনিবার

আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মরদেহ আগামীকাল দেশে পৌঁছাবে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছানোর পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নিহত শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী বিমানটি শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (UNISFA)-এর আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে এই হামলা চালানো হয়। স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আকস্মিকভাবে ড্রোন হামলা চালালে ঘটনাস্থলেই ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। এ ঘটনায় আরও আট জন আহত হন।
নিহত শান্তিরক্ষীরা হলেন—
কর্পোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক শামীম রেজা (রাজবাড়ী), সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।
আহত আট শান্তিরক্ষীকে উন্নত চিকিৎসার জন্য কেনিয়ার নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও সফল অস্ত্রোপচারের পর তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অন্যরা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছে আইএসপিআর।
বাংলাদেশ সেনাবাহিনী এ নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের গৌরবোজ্জ্বল প্রমাণ হয়ে থাকবে।
ভিওডি বাংলা/ আরিফ







