গণমাধ্যমে হামলা সরকারের ব্যর্থতা: নাহিদ ইসলাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধদের হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করেছেন গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ঘটনাস্থলে যান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা। এছাড়া রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, হামলার আগে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা সরকারের ব্যর্থতা। মতপ্রকাশের স্বাধীনতার ওপর এমন হামলা দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, শেখ হাসিনার শাসনামলেও এমন অগ্নিসন্ত্রাস দেখা যায়নি। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটতে দেওয়া হয়েছে, যা অত্যন্ত অশনিসংকেত।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু কোনো প্রতিষ্ঠানে হামলা গ্রহণযোগ্য নয়। এটি সরকারের নিষ্ক্রিয়তার ফল। তিনি অভিযোগ করেন, সংস্কার ও বিচারের আগে নির্বাচন ঠেকাতে একটি চক্রান্ত চলছে। হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে অবহেলা স্পষ্ট। তিনি ঘটনাস্থল পরিদর্শন না করায় প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শরিফ ওসমান হাদি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ভিওডি বাংলা/ আরিফ






