• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাদির জানাজা

ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক    ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পি.এম.
ডিএমপি। সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় যান চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজা ঘিরে বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় শনিবার সকাল থেকে দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জানাজার সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এ সময় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ডিএমপি জানায়, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জানাজায় আগতদের কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে জানাজাকালীন সময় ড্রোন উড়ানোও নিষিদ্ধ থাকবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ভিওডি বাংলঅ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগে জড়ো হচ্ছে ছাত্র-জনতা
হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগে জড়ো হচ্ছে ছাত্র-জনতা
‎নাচ-গানে আইসিএইচ-বির বিজয় দিবস উদযাপন
‎নাচ-গানে আইসিএইচ-বির বিজয় দিবস উদযাপন
রাজধানীতে চারটি ককটেল বিস্ফোরণ, নারী আহত
রাজধানীতে চারটি ককটেল বিস্ফোরণ, নারী আহত