• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক    ২০ ডিসেম্বর ২০২৫, ১০:০১ এ.এম.
ডা. জুবাইদা রহমান- ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ডা. জুবাইদা রহমানের পুনরায় দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে গত ৫ ডিসেম্বর ডা. জুবাইদা রহমান বাংলাদেশে আসেন। দেশে পৌঁছেই তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় সহায়তা ও পাশে থাকার জন্যই ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদির জানাজায় শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান বিএনপির
ওসমান হাদির জানাজায় শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান বিএনপির
তারেক রহমানকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি: ইশরাক
তারেক রহমানকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি: ইশরাক
দলীয় প্রার্থীদের নিয়ে চলছে তারেক রহমানের সভা
দলীয় প্রার্থীদের নিয়ে চলছে তারেক রহমানের সভা