সরকারের প্রস্তাব ফিরিয়ে দিলেন মাহমুদুর রহমান

অন্তর্বর্তী সরকারের দেওয়া ব্যক্তিগত নিরাপত্তা প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সম্পাদক মাহমুদুর রহমানকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সরকারের কাছ থেকে তিনি কোনো ধরনের নিরাপত্তা নিতে চান না।
সরকারি প্রস্তাবের জবাবে মাহমুদুর রহমান জানন, তিনি ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে রাষ্ট্রীয় নিরাপত্তা গ্রহণ করবেন না। এ বিষয়ে তিনি আল্লাহর ওপর ভরসা রাখার কথাও উল্লেখ করেন।
নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রধান মাহমুদুর রহমানের সঙ্গে সরাসরি কথা বলেন।
ওই আলোচনার পর আজ সংশ্লিষ্ট সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে একটি বার্তায় জানান, সংস্থা প্রধানের নির্দেশনা অনুযায়ী ভিআইপি ব্যক্তিদের দ্রুত গানম্যান পাঠানোর প্রস্তুতি রয়েছে এবং সম্মতি পেলে তাৎক্ষণিকভাবে তার ঠিকানায় নিরাপত্তা সদস্য পাঠানো সম্ভব হতো।
ভিওডি বাংলা/ এমএম





