বাফুফেকে এএফসি’র জরিমানা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে এএফসি। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বিলম্বে মাঠে নামায় এ শাস্তি পেয়েছে বাফুফে।
গত ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। ওই ম্যাচে শেখ মোরসালিনের গোলে বাংলাদেশ ২২ বছর পর ভারতকে হারানোর স্বাদ পায়।
ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ এক মিনিট ৪৩ সেকেন্ড বিলম্বে মাঠে নেমেছিল। যা এএফসি’র কম্পিটিশন ম্যানুয়েল ২ দশমিক ২ ধারা ভঙ্গের শামিল। এজন্য এএফসি ডিসিপ্লিনারি কমিটি বাফুফেকে ১২৫০ ডলার জরিমানা করেছে। যা বাংলাদেশি মুদ্রায় দেড় লাখ টাকা।
বাফুফেকে আগামী এক মাসের মধ্যে এই জরিমানা প্রদান করতে হবে। এরআগে, ১০ জুন সিঙ্গাপুর ম্যাচেও একই রকম ঘটনা ঘটেছিল।
ভিওডি বাংলা/এমএইচ






