• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পেনাল্টি ঠেকানো

হাত ভাঙলেও টের পাননি গোলকিপার!

স্পোর্টস ডেস্ক    ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ এ.এম.
গোলকিপার মাতভে সাফোনভের। ছবি-সংগৃহীত

গত বুধবার রাতে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো বৈশ্বিক কোনো শিরোপা জেতে পারি সাঁ জার্মেই (পিএসজি)। ইন্টারকন্টিনেন্টাল কাপে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে টাইব্রেকারে হারিয়ে বছরের ষষ্ঠ শিরোপা জেতে প্যারিসের ক্লাবটি।

কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে গড়িয়েছিল। আর সেখানে গোলকিপার মাতভে সাফোনভের বীরত্বে পেনাল্টি শুটআউটে ২-১ ব্যবধানে ফরাসি ক্লাবটি। আর সে টাইব্রেকারে অবিশ্বাস্য দক্ষতায় একাই চারটি শট ঠেকিয়েছেন পিএসজি গোলকিপার সাফোনভ।

পিএসজির জয়ের নায়ক সাফোনভকে নিয়ে এবার দুঃসংবাদের পাশাপাশি চমকপ্রদ একটি তথ্যও দিয়েছেন লুইস এনরিকে। তিনি জানিয়েছেন, রুশ এ গোলকিপারের হাতে ফ্র্যাকচার ধরা পড়েছে। লুইস এনরিকের ধারণা, পেনাল্টি শুটআউটের মাঝেই হাত ভেঙেছে সাফোনভের। আর ভাঙা হাত নিয়েই শেষ দুটি পেনাল্টি ঠেকিয়েছেন ২৬ বছর বয়সী এ গোলকিপার।

লুইস এনরিকে বলেছেন, ‘আমি কিছুই ব্যাখ্যা করতে পারছি না। তবে বিষয়টা অবিশ্বাস্য। এটা (হাত ভেঙে যাওয়া) কীভাবে হয়েছে, ও (সাফোনভ) নিজেও জানে না।’

পিএসজি কোচ যোগ করেন, ‘আমাদের ধারণা, তৃতীয় পেনাল্টির সময় এটা হয়েছে। ওই সময় তাঁর মুভমেন্টটা অদ্ভুত দেখাচ্ছিল, ওই সময়ই তাঁর হাত ভেঙে যায়। হাতে ফ্র্যাকচার নিয়েই ও শেষ দুটি শট ঠেকিয়েছে। ওর অ্যাড্রেনালিন এতটাই শক্তিশালী ছিল যে, কোনো ব্যথা ছাড়াই সেটা করতে পেরেছে।’

চোটে থাকা অবস্থাতেও দলকে সাহায্য করার যে মানসিকতা, সেটার প্রশংসা করে সাফোনভ বলেছেন, ‘সাফোনভসহ অন্যদের দলকে সবসময় সাহায্য করার যে মানসিকতা, সেটা সত্যিই অবিশ্বাস্য। এই মনোভাবটাই তো আমরা সবসময় চাই।’

হাত ভাঙার ঘটনা নিয়ে সরাসরি কিছু বলেননি সাফোনভ। তবে টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করে রুশ এ গোলকিপার বলেছেন, ‘আপনারা জানেন, যাই ঘটুক না কেন, আমি ভেঙে পড়ি না।’

ভাঙা হাত নিয়েও দলকে জেতানো সাফোনভ কিন্তু পিএসজির মূল গোলকিপার নন। দলটির নিয়মিত গোলকিপার লুকাস শেভালিয়ের চোটে পড়ার আগ পর্যন্ত ফরাসি এ ক্লাবটির জার্সিতে এক মিনিটও খেলার সুযোগ পাননি তিনি। গত ২৯ নভেম্বর ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে যান শেভালিয়ের। এতে সুযোগ মেলে সাফোনভের। আর সেই সুযোগ দারুণভাবে কাজে লাগান রুশ গোলকিপার। কিন্তু ভাগ্য বেশিদিন সহায় হলো না। দলকে শিরোপা এনে দেওয়ার পথে হাতই ভেঙে ফেললেন। গতকাল এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, তিন-চার সপ্তাহ পর সাফোনভের হাতের অবস্থা পুনরায় যাচাই করা হবে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তারের  অপেক্ষায় বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক
গ্রেপ্তারের  অপেক্ষায় বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক
কারা জিতলেন ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার
কারা জিতলেন ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার
ব্যালন ডি’অরের পর ফিফা দ্য বেস্টও দেম্বেলের
ব্যালন ডি’অরের পর ফিফা দ্য বেস্টও দেম্বেলের