হাদির কবর খোঁড়া শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর খোঁড়া শুরু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কবর খোড়ার কাজ শুরু হয়।
এ সময় ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার ডিসি মাসুদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদসহ একাধিক ব্যক্তি উপস্থিত রয়েছেন। ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের কবরের দক্ষিণ দিকে সমাধিস্থ করা হবে।
এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের দ্বিতীয় স্লটের পূর্ব পাশে তার কবরের স্থান নির্ধারিত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কবর খোঁড়ার জন্য ইতোমধ্যে সরঞ্জাম নিয়ে জড়ো হয়েছেন গোর খদক। সেখানে তাদের নির্দিষ্ট স্থানটি দেখিয়ে দেওয়া হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানিয়েছেন, মসজিদের পাশ ঘেঁষে দ্বিতীয় স্লটের পূর্ব পাশে তাকে কবর দেওয়া হবে।
ভিওডি বাংলা/ এমএম






