• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রেনের ধাক্কায় ৮ হাতির মৃত্যু, ৫ বগি লাইনচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক    ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের হোজাই জেলায় ভোরে ট্রেনের ধাক্কায় আটটি হাতির মৃত্যু হয়েছে। আহত একটি শাবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনায় পাঁচটি বগিও লাইনচ্যুত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

রেলওয়ে ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার ভোরের দিকে রেল লাইন পার হচ্ছিল একটি হাতির পাল। এ সময় সাইরাং থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে হাতির পালটির। তবে, ট্রেনে থাকা কোনো যাত্রী হতাহত হননি।

বন কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে আটটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত একটি শাবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে। ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ও কর্মকর্তারা সেখানে পৌঁছে কাজ শুরু করেন

লাইনচ্যুতি এবং রেললাইনে হাতির দেহাংশ পড়ে থাকায় আপার আসাম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাগির যাত্রীদের ট্রেনের অন্যান্য বগির খালি আসনে সাময়িকভাবে বসানো হয়। গুয়াহাটিতে পৌঁছানোর পর অতিরিক্ত কোচ যুক্ত করে ট্রেনটি আবার যাত্রা শুরু করবে বলে জানানো হয়েছে।

ঘটনাস্থলটি কোনো নির্ধারিত হাতির চলাচলপথ নয়। ট্রেন চালক জরুরি ব্রেক প্রয়োগ করলেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণে আপার আসাম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

গত মাসেও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছিল।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চাইল জাতিসংঘ
হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চাইল জাতিসংঘ
ফের ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের হিন্দুকুশ
ফের ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের হিন্দুকুশ
বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশ ও সহিংসতার চিত্র
হাদির মৃত্যু: বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশ ও সহিংসতার চিত্র