• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক    ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পি.এম.
শহীদ ওসমান হাদি-ছবি-ভিওডি বাংলা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ জানিয়েছেন, শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। 

জানাজার জন্য অংশগ্রহণ করতে আসা হাজারো ছাত্র জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেছেন। মানিক মিয়া অ্যাভিনিউতে দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে অপেক্ষার পর সকাল সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেন। এ সময় চীন থেকে আনা ৮টি আর্চওয়ে গেট দিয়ে ছাত্র জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন।

ভিওডি বাংলা/জা

 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় সংসদে অনুষ্ঠিত হলো শহীদ ওসমান হাদির জানাজা
জাতীয় সংসদে অনুষ্ঠিত হলো শহীদ ওসমান হাদির জানাজা
স্লোগানে প্রকম্পিত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা
স্লোগানে প্রকম্পিত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা
শেষ গোসলের পর হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে
শেষ গোসলের পর হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে