• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দলীয় প্রার্থীদের নিয়ে চলছে তারেক রহমানের সভা

নিজস্ব প্রতিবেদক    ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

তৃতীয় দিনের মতো দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনকে সামনে রেখে দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনী কৌশল ও মাঠপর্যায়ের কার্যক্রমে দিকনির্দেশনা দিতে ধারাবাহিক এই সভার আয়োজন করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়। এতে অর্ধ শতাধিক প্রার্থী অংশগ্রহণ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রাথমিক প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ১৭ ও ১৮ ডিসেম্বর ১৯০ প্রার্থীর সঙ্গে সভা হয়েছে।

সভায় প্রার্থীদের মনোনয়নপত্রের সময় হলফনামায় সঠিক তথ্য দেওয়ার পরামর্শ, মনোনয়ন ফরম পূরণের সময় আইনজ্ঞদের সহায়তা নেওয়া এবং নির্বাচনের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন, ভোট প্রচার কৌশল এবং নির্বাচনী পরিকল্পনা যেমন ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী ভাতা প্রদানের বিষয়গুলো তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ২৩৭টি আসনে, পরে ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। এখন পর্যন্ত ২৭২টি আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদির জানাজায় শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান বিএনপির
ওসমান হাদির জানাজায় শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান বিএনপির
তারেক রহমানকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি: ইশরাক
তারেক রহমানকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি: ইশরাক
হাদির মরদেহ হৃদরোগ ইনস্টিটিউটে
ময়নাতদন্ত সম্পন্ন হাদির মরদেহ হৃদরোগ ইনস্টিটিউটে