• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওসমান হাদির জানাজায় শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক    ২০ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পি.এম.
সালাহউদ্দিন আহমেদ-ছবি-ভিওডি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজায় শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

শনিবার (২০ ডিসেম্বর) জানাজায় অংশ নেওয়ার আগে তিনি বলেন, ‘এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানালেও কেউ যেন এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে বিএনপির পক্ষ থেকে আমি নিজে, দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের অনেক নেতা-কর্মী উপস্থিত রয়েছেন। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি শান্তিপূর্ণভাবে জানাজায় অংশ গ্রহণ করুন।’

তিনি আরও বলেন, আমরা এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছি, তীব্র নিন্দা জানিয়েছি। কিন্তু পতিত ফ্যাসিবাদী শক্তি কিংবা যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা যেন এই ঘটনাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচন পেছানো বা বানচাল করার মতো কোনো ষড়যন্ত্র যাতে সংঘটিত না হয়, সে জন্য দেশের সকল জনগণকে সজাগ থাকতে হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি: ইশরাক
তারেক রহমানকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি: ইশরাক
দলীয় প্রার্থীদের নিয়ে চলছে তারেক রহমানের সভা
দলীয় প্রার্থীদের নিয়ে চলছে তারেক রহমানের সভা
হাদির মরদেহ হৃদরোগ ইনস্টিটিউটে
ময়নাতদন্ত সম্পন্ন হাদির মরদেহ হৃদরোগ ইনস্টিটিউটে