কুমারখালী
কৃষকের পেঁয়াজের চারা কেটে দিল দুর্বৃত্তরা

কুষ্টিয়ার কুমারখালীতে এক কৃষকের ১০ শতাংশ জমির পেঁয়াজের চারা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষকের নাম বাদশা হোসেন (৫৫)। তিনি ওই গ্রামের মৃত হারেজ আলী শেখের ছেলে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে পশ্চিমপাড়া মাঠে সরেজমিন গিয়ে দেখা যায়, মাঠে কলা, বেগুন, শাক - সবজি, পেঁয়াজ, রশুনসহ হরেকরকম চাষাবাদ করেছেন কৃষকরা। সেখানে কৃষক বাদশার পেঁয়াজের বীজতলা রয়েছে। বীজ তলায় জন্মানো রোপনযোগ্য প্রায় ৯০ ভাগ চারা কেটে ফেলা রয়েছে। সেখানে আহাজারি করছেন ক্ষতিগ্রস্থ কৃষক।
এ সময় পেঁয়াজ চাষি বাদশা হোসেন বিলাপ করতে করতে বলেন, ১০ শতাংশ জমিতে তিন কেজি পেঁয়াজের বীজ বপন করেছিলাম। বীজ থেকে যে চারা জন্মেছে তা সপ্তাহখানেকের মধ্যেই তিন বিঘা জমিতে রোপন করা হবে। সেজন্য জমিও প্রস্তুতির কাজ চলছে। হঠাৎ সকালে আসে দেখি আমার সব শ্যাষ। ৯০ ভাগ চারা রাতের আধারে কে বা কারা শত্রুতা করে কেটে ফেলেছে। এবার পেঁয়াজ লাগাবনে কিভাবে? সারা বছর বউ ছোয়াল পাল নিয়ে খাবনে কি?
তিনি আরো বলেন, বীজ, জমি চাষ, পরিচর্চাসহ প্রায় ৪৫ - ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। গত বছর ১০ শতাংশ জমির চারা দিয়ে অন্তত তিন বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছিলাম। তাতে প্রায় ৩০০ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছিল। যা কয়েক লাখ টাকা বিক্রি করা হয়েছে। বিচারের আশায় থানায় মামলা করা হবে।
স্থানীয়দের ভাষ্য, খবর শুনে সকালে মাঠে এসে দেখা গেছে বাদশার জমির পেঁয়াজের চারা কাটা। তবে কে বা কাহারা এমন জঘন্য কাজ করেছে তা কেউ দেখিনি। অপরাধী যেই হোক তার শাস্তি হওয়া দরকার।
দুপুরে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, রাতের আধারে এক কৃষকের জমির পেঁয়াজ ক্ষেতের চারা কেটে ফেলার লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/ মোশাররফ/ আ







