• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া

প্রবর্তক একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পি.এম.
প্রবর্তক একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী। ছবি: ভিওডি বাংলা

প্রবর্তক একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী, বিজয় দিবস, শরিফ উসমান হাদির মৃত্যুতে শোক প্রস্তাব ও শুদ্ধ বানান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাস্ট্রিয়েল স্কুলের শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে প্রবর্তক একাডেমির সাধারণ সম্পাদক ইমতিয়াজ পলাশের পরিচালনায় ও সংগঠনের সভাপতি সোহেল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক ও তিতাস ললিতকলা’র সভাপতি আলী মোসাদ্দেক মাসুদ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সভাপতি নিয়াজ মুহাম্মদ খান বিটু, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা খালেদ হাসান আজাদ, আবদুল্লাহ্ রাশেদ ও ফরিদুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ উসমান হাদি’র মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব করেন অতিথিবৃন্দ।

প্রবর্তক একাডেমি প্রতিমাসে আবৃত্তি অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মঞ্চে আবৃত্তি ও উপস্থাপনায় জড়তা দূর করার জন্য ক্লাস নেয়া হয় যা মূল অনুষ্ঠানের প্রারম্ভে সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ পলাশ ক্লাসটি পরিচালনা করেন।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে শুদ্ধ বানান প্রতিযোগিতার আয়োজন করা হয় যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই গুরুত্ব বহন করে।
অতিথিরা বলেন, বাংলা আমাদের মাতৃভাষা, অথচ এখনো বাংলা ভাষা রপ্ত করতে পারিনি। সেক্ষেত্রে প্রবর্তক একাডেমি যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এতে করে ব্রাহ্মণবাড়িয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধ বানানে শিক্ষার্থীরা আরো উৎসাহী হয়ে উঠবে।

আলোচনার শুরুতে প্রবর্তক একাডেমির শিক্ষার্থী নাহিদা, ফাজরিন, ইলমা, মুনতাহা, কাইফা, সাওদা, আফফান, আলো, আবদুল্লাহ, ফাতিহা ও সোবহা একক আবৃত্তি পরিবেশন করেছে। প্রবর্তক একাডেমির শিক্ষার্থীরা বৃন্দ আবৃত্তি পরিবেশন করে।

আলোচনা শেষে প্রবর্তক একাডেমি আয়োজিত শুদ্ধ বানান প্রতিযোগিতায় অংশ নেয়া ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/ আমিনুল ইসলাম আহাদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের অভিযানে আ’লীগ নেতা সহ তিনজন গ্রেপ্তার
গৌরীপুর পুলিশের অভিযানে আ’লীগ নেতা সহ তিনজন গ্রেপ্তার
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
নবাবগঞ্জ অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
হাদির মৃত্যুর খবরে আলহামদুলিল্লাহ বলা যুবলীগ নেতা গ্রেপ্তার
বাঁশখালী হাদির মৃত্যুর খবরে আলহামদুলিল্লাহ বলা যুবলীগ নেতা গ্রেপ্তার