• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইমরান-বুশরাকে ১৭ বছরের কারাবাস

আন্তর্জাতিক ডেস্ক    ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পি.এম.
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-স্ত্রী বুশরা বিবি-ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা দুর্নীতি মামলায় ১৭ বছর কারাবাসের সাজা দিয়েছে ইসলামাবাদের অ্যাকাউন্টিবিলিটি কোর্ট। আজ শনিবার স্পেশাল জজ শাহরুখ আরজুমান্দ এই রায় ঘোষণা করেন।

২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হওয়ার প্রায় দেড় বছর পর, ২০২৩ সালের আগস্টে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। প্রথমে তাকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে রাখা হয়েছিল, পরে সেপ্টেম্বরে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়। নিরাপত্তাজনিত কারণে আদালতের এজলাস আদিয়ালা কারাগারেই বসেছিল।

তোশাখানা সম্পর্কিত দু’টি মামলায় ইমরান ও বুশরাকে কারাবাসের পাশাপাশি প্রত্যেকে ১ কোটি ৬৪ লাখ রুপি জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে নিম্ন আদালত তোশাখানা মামলায় ১০ বছর কারাবাসের সাজা দিয়েছিলেন, যা পরে ইসলামাবাদ হাইকোর্ট মওকুফ করেছিলেন।

তোশাখানা পাকিস্তানের সরকারি বিভাগ হিসেবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও কর্মকর্তাদের বিদেশি উপহার সংরক্ষণ করে। আইনের প্রকার অনুযায়ী, সরকারী উপহার তোশাখানায় জমা দিতে হয়, যা সরকার নির্ধারিত মূল্যে কেনা যায়। তবে অনেকেই উপহার বাইরে বিক্রি করা অনৈতিক মনে করেন।

ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা দুর্নীতি সংক্রান্ত বিতর্ক শুরু হয় ২০২১ সালে। ২০২২ সালের আগস্টে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) সদস্য মোহসিন নওয়াজ রানঝা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রীর পদে থাকা অবস্থায় ইমরান খান বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের থেকে মোট ৫৮টি দামি উপহার পেয়েছিলেন। এই উপহারগুলো সম্পূর্ণ তোশাখানায় জমা দেওয়া হয়নি এবং জমা দেওয়া উপহারগুলোও সরকারি মূল্য থেকে কম দামে কিনে বাইরে বিক্রি করা হয়েছিল। বিক্রির মধ্যে কিছু দামী ঘড়ি রয়েছে, যার আনুমানিক মূল্য ১৪ কোটি ২০ লাখ রুপি।

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের বিরুদ্ধে চীনের মামলা
ভারতের বিরুদ্ধে চীনের মামলা
হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চাইল জাতিসংঘ
হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চাইল জাতিসংঘ
ফের ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের হিন্দুকুশ
ফের ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের হিন্দুকুশ