জোহর বাহরুতে প্রবাসীদের জন্য মোবাইল পাসপোর্ট সেবা

মালয়েশিয়ার জোহর বাহরুতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তিদায়ক ও সময়োপযোগী সেবা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ হাইকমিশন।
শনিবার (২০ ডিসেম্বর) জোহর বাহরুর অগ্রণী একটি রেমিট্যান্স হাউজে মোবাইল কনসুলার সার্ভিসের মাধ্যমে নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ এবং পাসপোর্ট বিতরণ করা হয়।
কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট উইংয়ের প্রধান মো. ইয়াছিন কবির সরাসরি প্রবাসীদের সেবা প্রদান করেন। ইতিমধ্যে পূর্বে আবেদন করা প্রবাসীদের হাতে নতুন পাসপোর্টও তুলে দেওয়া হয়। দীর্ঘদিন অপেক্ষার পর পাসপোর্ট হাতে পাওয়ায় প্রবাসীদের মধ্যে সন্তোষ ও স্বস্তি লক্ষ্য করা গেছে।
সঙ্গে সঙ্গে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পোস্টাল ভোটিং নিবন্ধন কার্যক্রমেও সহায়তা প্রদান করা হয়। এতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা সহজে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে অংশগ্রহণ করতে পারবেন।
প্রবাসীরা জানান, কর্মস্থল ও আবাসস্থলের কাছাকাছি এই ধরনের সেবা তাদের সময় ও অর্থ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ। পাসপোর্ট উইংয়ের প্রধান মো. ইয়াছিন কবির বলেন, “প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই মোবাইল কনসুলার সার্ভিসের মূল উদ্দেশ্য।” মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ সরকারের প্রবাসীবান্ধব নীতির অংশ হিসেবে নিয়মিত মোবাইল কনসুলার সেবা চালু থাকায় প্রবাসীরা দ্রুত ও সহজে কনসুলার সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
ভিওডি বাংলা/জা







