মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা রিটারনিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পিপি ও রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট আলী আশরাফ মাসুম।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে রাজশাহী বিসিকি এ এসে মনোনয়ন সম্পর্কে জানতে চাইলে এডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ম্যানডেট বাস্তবায়ন জরুরি। তিনি ২০২২ও ২৩ সালেই এই ম্যানডেট দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাবে। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র এবার আর কেউ মেনে নেবেনা। প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী যদি কোন নির্দিষ্ট দলের পক্ষে কাজ করে সেটা হবে অত্যন্ত খারাপ। আর এটা জনগণ এবার মানবেনা বলে জানান তিনি।
নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরী করতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, এবারের নির্বাচন হবে সম্পূর্ন নিরপেক্ষ। নির্বাচনী তপশিল ঘোষনা হয়েছে। এজন্য তিনি নির্বাচনী এলাকায় এখন কোন ভোট চাচ্ছেন না। নির্বাচন কমিশনের ঘোষনা মোতাবেক তিনি ধানের শীষে ভোট চাইবেন। বর্তমানে তিনি ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়নের জন্য প্রচারণা করছেন। সেইসাথে আগামীতে বিএনপি জনগণের জন্য কি কি করবে তা তুলে ধরছেন বলে উল্লেখ করেন মিলন।
মনোনয়ন উত্তোলন শেষে পিপি আলী আশরাফ মাসুম বলেন, মনোনয়ন ফরম উত্তোলন করলাম।নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সবাই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। নির্বাচন যথাযথ সময়ে হবে এবং ধানের শীষের পক্ষে জোয়ার বইবে বলে তিনি আশা ব্যক্ত করেন। উল্লেখ্য শনিবার পর্যন্ত রাজশাহীর ৬ টি আসনের বিপরীতে মোট ৯ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এদের মধ্যে ৪ জন বিএনপির দলীয় প্রার্থী, এক জন জামায়াতে ইসলামীর প্রার্থী আর অপর ৪ জন স্বতন্ত্র প্রার্থী।
এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য ও নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুস সালাম মাস্টার, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন ও সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, এডভোটেক পারভেজ তৌফিক জাহেদী, জিয়া পরিষদ রাজশাহী জেলা কমটির সহ-সভাপতি ইঞ্জিয়ার অধ্যাপক আকতারুজ্জামান ও সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন মুকুলসহ পবা-মোহনপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ রমজান আলী/ আ







