• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক    ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পি.এম.
শহীদ শরীফ ওসমান হাদি-ছবি-ভিওডি বাংলা

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে কমনওয়েলথ। শনিবার (২০ ডিসেম্বর) সংস্থার মহাসচিব শির্লে বোচওয়ে এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মহাসচিব বলেন, “শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমি বাংলাদেশের সাধারণ মানুষের শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ঢাকা ও দেশের অন্যান্য স্থানে সাম্প্রতিক সহিংসতার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।”

তিনি আরও বলেন, “আমি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং গণমাধ্যমকর্মীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্যকেও স্বাগত জানাই, যেখানে সহিংসতায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সবাইকে সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা বর্জনের আহ্বান জানানো হয়েছে। এই সংকটময় সময়ে শান্তি বজায় রাখা এবং সর্বোচ্চ ধৈর্য ও বিচক্ষণতা প্রদর্শনের আহ্বানে আমি নিজেও শামিল হচ্ছি।”

এর মধ্যে শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়। গত ১২ ডিসেম্বর বিজয় নগরে তাকে গুলি করা হয়, যা এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীর দ্বারা সংঘটিত হয়েছিল।

হাসপাতালে টানা সাতদিন চিকিৎসা দেওয়ার পরও তিনি বাঁচতে পারেননি। পরে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের বিরুদ্ধে চীনের মামলা
ভারতের বিরুদ্ধে চীনের মামলা
হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চাইল জাতিসংঘ
হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চাইল জাতিসংঘ
ফের ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের হিন্দুকুশ
ফের ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের হিন্দুকুশ