• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্র স্থগিত হলো ডিভি লটারির কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক    ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পি.এম.
যুক্তরাষ্ট্র। ছবি: ভিওডি বাংলা

ব্রাউন ইউনিভার্সিটি ও এমআইটিতে হামলায় দুজন নিহত হওয়ার প্রেক্ষাপটে মার্কিন গ্রিন কার্ড লটারি (ডিভি লটারি) কর্মসূচি স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম বিষয়টি জানিয়েছেন।

ক্রিস্টি নোয়েম জানান, ওই হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন পর্তুগিজ নাগরিক ক্লাউডিও নেভেস ভালেন্তে ডিভি-ওয়ান ভিসা লটারির মাধ্যমেই মার্কিন গ্রিন কার্ড পেয়েছিলেন। এই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই কর্মসূচিটি স্থগিত করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই এই লটারি কর্মসূচির সমালোচনা করে আসছে। ডিভি-ওয়ান ভিসার আওতায় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০ হাজার নাগরিককে লটারির মাধ্যমে মার্কিন গ্রিন কার্ড দেওয়া হয়। সাধারণত যুক্তরাষ্ট্রে যে দেশগুলোর অভিবাসনের হার কম, সেসব দেশের মানুষ এই প্রক্রিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান।

এদিকে, ২০২৫ সালেও এই ভিসার জন্য আবেদন করেছেন প্রায় ২ কোটি মানুষ। সংশ্লিষ্টরা মনে করছেন, এ বছর লটারি অনুষ্ঠিত না হলে আবেদনকারীরা বড় ধরনের জটে পড়বেন এবং দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা তৈরি হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের বিরুদ্ধে চীনের মামলা
ভারতের বিরুদ্ধে চীনের মামলা
হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চাইল জাতিসংঘ
হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চাইল জাতিসংঘ
ফের ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের হিন্দুকুশ
ফের ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের হিন্দুকুশ