• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রবিউল আলম

ঢাকা-১০ আসনে উন্নয়ন ও জবাবদিহির অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক    ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পি.এম.
রাজধানীর হাজারিবাগ লাল স্কুল মাঠে শেখ রবিউল আলম রবি।ছবি: ভিওডি বাংলা

ঢাকা-১০ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের গ্যাস, পানি, বিদ্যুৎ ও যানজট সমস্যার সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দখলদারিত্ব বরদাশত করা হবে না।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর হাজারিবাগ লাল স্কুল মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রবি বলেন, “আপনারা এই রাষ্ট্রের মালিক। সেবা পাওয়া আপনাদের অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠা করাই আমার দায়িত্ব।” তিনি দাবি করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতার কারণে জরুরি প্রকল্প ও বাজেট অনুমোদন সম্ভব হচ্ছে না, তবে নির্বাচিত সরকার গঠিত হলে প্রয়োজনীয় বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সমস্যাগুলোর স্থায়ী সমাধান করা হবে।

শেখ রবিউল আলম রবি বলেন, এলাকায় গ্যাস লাইনের জরাজীর্ণ অবস্থা, পানির স্বল্পতা, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও যানজট জনগণের ভোগান্তির প্রধান কারণ। এসব সমস্যা সমাধানে বিএনপি ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশেষ করে অটোরিকশার অবাধ চলাচল ও ফুটপাত দখলের কারণে যানজট বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, “মেগাসিটি ঢাকায় এভাবে চলতে পারে না। পরিকল্পিতভাবে অটোরিকশা নিয়ন্ত্রণ, ওয়ানওয়ে সড়ক ব্যবস্থা এবং ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, বিএনপি কোনো নেতা বা গোষ্ঠীর কাছে জিম্মি নয়। দলের নাম ব্যবহার করে কেউ যদি দখল, ভয়ভীতি বা চাপ প্রয়োগ করে, তাহলে সরাসরি তাকে জানানোর আহ্বান জানান তিনি। “আমি অসহায় নেতা নই। যে-ই হোক, অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে, জোর দিয়ে বলেন তিনি।

তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে তার জন্য দোয়া কামনা করেন এবং ভোটারদের ধানের শীষ প্রতীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আপনাদের সমর্থন পেলে আমি আপনাদের প্রত্যাশা পূরণে শতভাগ চেষ্টা করব। যা পারব না, তারও জবাবদিহি করব।

সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এএইচএস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: আমিনুল হক
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: আমিনুল হক
কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত
কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত