• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওয়াসা, বিদ্যুৎ ও যানজট

রাষ্ট্রীয় সংকট সমাধান আসবে নির্বাচিত সরকারে : রবিউল আলম

নিজস্ব প্রতিবেদক    ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ পি.এম.
শেখ রবিউল আলম রবি। ছবি: ভিওডি বাংলা

ঢাকা–১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, ওয়াসার পানির সরবরাহ সংকট, পানির নিম্নমান, বিদ্যুতের ভূতুড়ে বিল এবং নিয়ন্ত্রণহীন যানজট এই তিনটি সমস্যা কোনো ব্যক্তি বা নির্দিষ্ট এলাকার নয়, বরং পুরো রাষ্ট্রব্যবস্থার সংকটের অংশ।

তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয়। তারা এসেছে রাজনৈতিক সংকট নিরসনে, জনগণের দৈনন্দিন জীবনসংকট সমাধানে নয়। ফলে ওয়াসা, বিদ্যুৎ কিংবা বড় ধরনের নাগরিক সেবা সংস্কারে তারা কার্যকর উদ্যোগ নিতে পারছে না। এসব সমস্যার সমাধান নির্বাচিত সরকারি করতে পারবে।’

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির রায়ের বাজার স্কুলের পাশে  মহিলা দলের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওয়াসা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ‘পানি কম আসে, মানও যথেষ্ট নয় এ বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে গেলে তারা জানায়, প্রকল্প বা অর্থ বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। কারণ বর্তমান সরকার মনোযোগী নয় এবং দায়বদ্ধতাও নেই।’

বিদ্যুতের ভূতুড়ে বিল প্রসঙ্গে তিনি বলেন, এটি ব্যক্তিগত কোনো ভোগান্তি নয়, এটি পুরো সিস্টেমের ত্রুটি। বিগত আওয়ামী লীগ সরকার যে বিদ্যুৎ বিলিং ব্যবস্থা তৈরি করেছে তা ব্যবহারবান্ধব নয় এবং জবাবদিহিতাহীন। প্রিপেইড কার্ডে টাকা দেওয়ার পর কীভাবে হিসাব হচ্ছে তার কোনো স্বচ্ছতা নেই। ফলে পুরো সমাজই ভুক্তভোগী।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন একটি ন্যায্য ও স্বচ্ছ বিলিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে, তবে তার বাস্তবায়ন আসবে নির্বাচিত সরকারের মাধ্যমেই।

নিরাপত্তা প্রসঙ্গে বিএনপির এই প্রার্থী বলেন, ‘রাজনৈতিক বা অরাজনৈতিক কোনো অবৈধ শক্তি যদি মানুষের ওপর চাপ প্রয়োগ করে, ভয় দেখায় বা জিম্মি করে, তাহলে আপনারা নীরব থাকবেন না। আমাকে জানাবেন। নাম বলতে না পারলেও কীভাবে, কখন, কার মাধ্যমে হচ্ছে তা জানাবেন। দায় আমি নেব।’

তিনি জোর দিয়ে বলেন, ‘বিএনপি কোনো অবৈধ শক্তির কাছে জিম্মি হবে না। রাজনীতির নামে মানুষের অধিকার হরণ চলবে না।’

ঢাকা শহরের যানজট প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ‘নিয়ন্ত্রণহীন অটোরিকশা ঢাকা শহরের সবচেয়ে বড় দুর্ভোগের কারণ। পৃথিবীর কোনো মেগাসিটিতে এভাবে অটোরিকশা চলতে পারে না। প্রয়োজনে অটোরিকশা একটা সিস্টেমে আনতে হবে।’

তিনি জানান, বিএনপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা শহরে অটোরিকশা নিয়ন্ত্রিত ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া সংকীর্ণ সড়কে যানজট কমাতে কিছু রাস্তা ওয়ানওয়ে করার কথাও তিনি উল্লেখ করেন।

সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমরা সবাই কমফোর্ট চাই, কিন্তু নিয়ম মানতে চাই না। এই মানসিকতা বদলাতে সামাজিক আন্দোলন দরকার।

শেখ রবিউল আলম রবি বলেন, এর আগেও আপনারা ভোট দিয়েছেন, কিন্তু ভোট গণনা হয়নি। এবার  বেগম খালেদা জিয়া ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য আমাকে পাঠিয়েছেন। যদি আপনাদের রায়ে নির্বাচিত হই, আপনাদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রের ভেতরে যতটা সম্ভব সব ধরনের উদ্যোগ নেব।

এ সময় মহিলা দল ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এএইচএস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-১০ আসনে উন্নয়ন ও জবাবদিহির অঙ্গীকার
রবিউল আলম ঢাকা-১০ আসনে উন্নয়ন ও জবাবদিহির অঙ্গীকার
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: আমিনুল হক
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: আমিনুল হক
কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত
কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত