• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

একটি নতুন ও মানবিক বাংলাদেশ করতে চায় বিএনপি: হাবিব

নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ এ.এম.

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মূল দায়িত্ব হলো জনগণের পাশে থাকা এবং তাদের দুঃখ-দুর্দশায় সহায়তা করা। তিনি বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করেই একটি নতুন ও মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে চায় বিএনপি।

শনিবার ২০ ডিসেম্বর রাজধানী মেরাদিয়া স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণকালে তিনি সব কথা বলেন।

হাবিব বলেন, “ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের পরিকল্পনা করছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান। তাঁর নেতৃত্বে আগামী দিনে জনগণের ব্যালটের মাধ্যমে যদি জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে কিংবা না আসে এই এলাকায় বিএনপি একটি শক্ত ঘাঁটি হিসেবেই থাকবে। 

বিএনপি এই মনোনীত প্রার্থী বলেন, আপনাদের ব্যালটের মাধ্যমে যদি জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, তাহলে আমরা সবাই মিলে ১৮ কোটি মানুষের একটি বাংলাদেশ গড়বো, যেখানে সবার অধিকার সমান থাকবে। আমাদের মানবিক হতে হবে এবং জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।

তিনি আরও বলেন, জনগণের সেবা ও তাদের দুঃখ-দুর্দশার পাশে থেকেই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে সবাই নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা আপনাদের পাশে থাকবো, আপনারাও আমাদের পাশে থাকবেন। 

এ সময় স্থানীয় বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/সবুজ/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা
ঢাকা-১০ আসনে উন্নয়ন ও জবাবদিহির অঙ্গীকার
রবিউল আলম ঢাকা-১০ আসনে উন্নয়ন ও জবাবদিহির অঙ্গীকার
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: আমিনুল হক
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: আমিনুল হক