• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এ কে খন্দকারের জানাজা আজ

নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০২ এ.এম.
এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার-ছবি-ভিওডি বাংলা

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের জানাজা রোববার (২১ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হবে। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।

রোববার দুপুরে ঢাকা ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে অবস্থিত বিমানবাহিনী ঘাঁটি বাশারে এ জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার শেষ নিশ্বাস ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর তথ্য জানানো হয়।

এ কে খন্দকার ১৯৫২ সালের সেপ্টেম্বরে পাকিস্তান বিমানবাহিনী (পিএএফ) থেকে পাইলট অফিসার পদে কমিশন লাভ করেন। তিনি ১৯৫৫ সাল পর্যন্ত ফাইটার পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে ফ্লাইং ইন্সট্রাক্টর হিসেবে নিযুক্ত হন।

১৯৫৭ সাল পর্যন্ত তিনি পাকিস্তান এয়ার ফোর্স একাডেমিতে কর্মরত ছিলেন। পরবর্তীতে ফ্লাইং ইন্সট্রাক্টর স্কুলে ১৯৫৮ সাল পর্যন্ত ফ্লাইট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর জেট ফাইটার কনভারশন স্কোয়াড্রনে ১৯৬০ সাল পর্যন্ত ফ্লাইট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৬১ সাল পর্যন্ত পিএএফ একাডেমিতে স্কোয়াড্রন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জেট ফাইটার কনভারশন স্কোয়াড্রনে ১৯৬৫ সাল পর্যন্ত স্কোয়াড্রন কমান্ডারের দায়িত্বে ছিলেন। ১৯৬৬ সাল পর্যন্ত তিনি পিএএফ একাডেমির ট্রেনিং উইংয়ের অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর তিনি পিএএফ প্ল্যানিং বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে ১৯৬৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। একই বছর ঢাকায় অবস্থিত পিএএফ বেইসের সেকেন্ড ইন কমান্ড হিসেবে নিযুক্ত হন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন
৮ বিভাগ গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন
হামলাকারীরা গণবিরোধী শক্তি: ড. কামাল
প্রথম আলো-ডেইলি স্টার হামলাকারীরা গণবিরোধী শক্তি: ড. কামাল
মব জাস্টিস রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বড় বাধা : ধর্ম উপদেষ্টা
মব জাস্টিস রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বড় বাধা : ধর্ম উপদেষ্টা