• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খুন করে বিপ্লবের চেতনা দমানো যায় না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ এ.এম.
শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। ছবি: ফাইল

বিপ্লবীদের হত্যা করে কখনোই বিপ্লবের চেতনা দমানো যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে এসে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘হাদির দুশমনেরা প্রকৃতপক্ষে বাংলাদেশেরই দুশমন। কারণ হাদি ও তাঁর সঙ্গীরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সংস্কৃতির পক্ষে অবস্থান নিয়েছিলেন। তারা অপসংস্কৃতির বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন।’

তিনি আরও বলেন, ‘এই দেশ ও জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে। কোনো কালো চিলকে আর এ দেশের ভবিষ্যৎ ধ্বংসের সুযোগ দেওয়া যাবে না-এটাই ছিল তাদের অঙ্গীকার। তারা বলেছিল, জীবন দেব, তবুও “চব্বিশ” দেব না। এটাই কি তাদের অপরাধ?’

জামায়াত আমির বলেন, শহীদ হাদি আজীবন ইনসাফের কথা বলেছেন। এমনকি তিনি এটাও বলেছেন, শত্রুর প্রতিও যেন বেইনসাফি না হয়। অন্যায় তিনি যেমন করেননি, তেমনি অন্যায়কে সমর্থনও করেননি।

তিনি বলেন, ‘যারা বিপ্লবী, তাদের হত্যা করে বিপ্লবের চেতনাকে দমন করা যায় না। বরং সেই চেতনা আরও বিস্তৃত হয়। গতকালের জানাজায় সারা দুনিয়ার মানুষ মানসিকভাবে সম্পৃক্ত ছিল।’

সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার এখন পর্যন্ত যা করেছে, তাতে জনগণ সন্তুষ্ট নয়। প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলি জানাজায় উপস্থিত ছিলেন-জনগণের অনুভূতি তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দ্রুত সব সন্দেহের ঊর্ধ্বে উঠে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। খুনিরা পার পেয়ে গেলে কারও জীবনই নিরাপদ থাকবে না।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাদির হত্যাকাণ্ডে বড় ষড়যন্ত্রের ইঙ্গিত: সালাহউদ্দিন
হাদির হত্যাকাণ্ডে বড় ষড়যন্ত্রের ইঙ্গিত: সালাহউদ্দিন
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল
জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল