• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক    ২১ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পি.এম.
দক্ষিণ আফ্রিকার বেকারসডালে বন্দুকধারীদের এলোপাতাড়ি হামলা-ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকারসডাল এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন, যাদের অবস্থা আশঙ্কাজনক। 

শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১টার আগে এ ঘটনা ঘটেছে । 

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা রাস্তায় আকস্মিকভাবে গুলি বর্ষণ করে সাধারণ মানুষকে লক্ষ্য করেছিল। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি জানিয়েছেন, হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বন্দুকধারীরা একটি বারের কাছে হামলা চালায়, যেখানে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছিল। গুলির শব্দে মুহূর্তেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা কোনো কথাই বলেনি এবং সরাসরি পথচারী ও আড্ডারত লোকজনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।

উল্লেখ্য, ৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার দক্ষিণ আফ্রিকায় অপরাধ ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বেকারসডালের এই ঘটনার মাত্র কয়েক দিন আগে, ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে হামলায় ১২ জন নিহত হয়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের গুপ্তচর আঘিল কেশাভার্জের মৃত্যুদণ্ড
ইসরায়েলের গুপ্তচর আঘিল কেশাভার্জের মৃত্যুদণ্ড
হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ
হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ
ইমরান-বুশরাকে ১৭ বছরের কারাবাস
ইমরান-বুশরাকে ১৭ বছরের কারাবাস