• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

ক্যাম্পাস প্রতিনিধি    ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পি.এম.
জকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে ইশতেহার ঘোষণা -ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’। ইশতেহারে আবাসন সংকট নিরসনে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের সব কাজ সেনাবাহিনীর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার অঙ্গীকার করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলামের মাধ্যমে ইশতেহার পাঠের সূচনা হয়। পরে প্যানেলের অন্যান্য প্রার্থীরা পর্যায়ক্রমে ১২ মাসের মধ্যে ২১ দফা সংস্কার বাস্তবায়নের লক্ষ্য তুলে ধরে পুরো ইশতেহার ঘোষণা করেন।

২১ দফা ইশতেহারের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে-স্বপ্নের দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন, আবাসন সংকট নিরসন, বর্তমান ক্যাম্পাসের ঐতিহ্য সংরক্ষণ ও আধুনিকায়ন, নিরাপদ ও সহিংসতামুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ, প্রযুক্তিনির্ভর বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, গবেষণা ও উচ্চশিক্ষা সম্প্রসারণ, শিক্ষার্থীবান্ধব লাইব্রেরি ও সেমিনার সুবিধা এবং ক্যাম্পাস কমিউনিটির জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা।

এ ছাড়া নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে নারী নিরাপত্তা সেল, নিরাপত্তা অ্যাপ, ব্রেস্টফিডিং কর্নার, ডে-কেয়ার সেন্টার ও মানসিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বৃত্তি, আবাসন সুবিধা ও এক্সেসিবল ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতিও রয়েছে।

ইশতেহারে র‍্যাগিং, সাইবার বুলিং, মাদক এবং সব ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করা হয়। পাশাপাশি ন্যায্যমূল্যে স্বাস্থ্যসম্মত খাবার, পরিবহন সেবা সম্প্রসারণ, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে জব ফেয়ার, স্টার্টআপ সামিট ও পার্ট-টাইম কাজের সুযোগ তৈরির অঙ্গীকার করা হয়।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জকসুর মাসিক কার্যক্রম অনলাইনে প্রকাশ এবং নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ও প্যানেলের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ বলেন, শিক্ষার্থীদের মৌলিক সমস্যা ও প্রত্যাশাগুলোকে গুরুত্ব দিয়েই এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। নির্বাচিত হলে ১২ মাসের মধ্যে ২১ দফা বাস্তবায়নে কাজ করা হবে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ভিপি পদপ্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, `রাজনীতির বদলে নীতি ও ন্যায়ের ভিত্তিতে শিক্ষার্থীবান্ধব ঐক্য গড়ে তুলতে চান তারা। নির্বাচিত হলে সবার অংশগ্রহণে ইশতেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।'

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবিতে প্রতীকী মরদেহ নিয়ে সাজিদ হত্যার বিচার দাবি
ইবিতে প্রতীকী মরদেহ নিয়ে সাজিদ হত্যার বিচার দাবি
রাবিতে রাজাকারের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ
রাবিতে রাজাকারের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ
জবিতে রাজাকারদের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ
জবিতে রাজাকারদের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ