• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পি.এম.
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-ছবি-ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বগুড়া-৭ আসনের প্রধান সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন।

এ সময় নির্বাচন কার্যালয়ের সামনে বিএনপির হাজারো নেতাকর্মী উপস্থিত হয়ে সমর্থন জানান।

হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ থাকায় তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এবারও তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আমরা আশাবাদী।’

উল্লেখ্য, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩১ হাজার। আসন্ন নির্বাচনে এই ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়
রাশেদ প্রধান হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়
২ গণমাধ্যমের ওপর হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন
২ গণমাধ্যমের ওপর হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন
ফ্যাসিবাদের অন্ধকার পেরিয়েছি, কিন্তু শঙ্কা কাটেনি: রিজভী
ফ্যাসিবাদের অন্ধকার পেরিয়েছি, কিন্তু শঙ্কা কাটেনি: রিজভী