• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসলামী যুব আন্দোলন

হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পি.এম.
হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। ছবি: ভিওডি বাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত ও উচ্চ মাকাম কামনায় এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২১ ডিসেম্বর) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা কার্যালয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, রাঙ্গাবালী উপজেলা শাখা আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাওলানা মোঃ ফিরোজ আহমেদ সঞ্চালনায়  এম এ ইউসুফ আলীর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন,ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইবরাহীম খলিল আরশাদীর, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী ইউনিয়ন সভাপতি মাওলানা গাজী মোঃ নুরুজ্জামান।

বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদির জীবন ও আদর্শের ওপর আলোচনা করেন। 

তারা আরো বলেন, দেশের ক্রান্তিলগ্নে শরিফ ওসমান হাদির মতো তরুণদের ত্যাগ জাতি সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার এই আত্মত্যাগ ইসলামী সমাজ বিনির্মাণ এবং ন্যায়ের পথে চলতে যুব সমাজকে আজীবন অনুপ্রাণিত করবে।

আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ শরিফ ওসমান হাদির কবরের আজাব মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

ভিওডি বাংলা/ মোঃ কাওছার আহম্মেদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ও আর খান চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
চাটমোহর ও আর খান চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
ডাঃ আনোয়ারুল হক এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
নেত্রকোণা-২ ডাঃ আনোয়ারুল হক এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
জাতিসংঘ মিশনে নিহত শান্ত মন্ডলের দাফন সম্পন্ন
রাজারহাট জাতিসংঘ মিশনে নিহত শান্ত মন্ডলের দাফন সম্পন্ন