নেত্রকোণা-২
ডাঃ আনোয়ারুল হক এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-২ (সদর বারহাট্টা) আসন থেকে নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ও ধানের শীষের নমিনি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফরম উত্তোলন করা হয়।
নেত্রকোণা সদর উপজেলা জেলা বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন ফারাস সেন্টু, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আশিক আহমেদ কমল, নেত্রকোণা পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামরুল হক এর নেতৃত্বে দলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমানের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ভিওডি বাংলা/ একে এম এরশাদুল হক জনি/ আ







