পাংশা
অগ্রিম টাকা নিয়েও মাহফিলে না আসার অভিযোগ

রাজবাড়ীর পাংশায় অগ্রিম টাকা নিয়েও মাহফিলে না আসার অভিযোগ উঠেছে ইসলামি বক্তা ইলিয়াছুর রহমান জিহাদী'র বিরুদ্ধে।
জানা যায় সোমবার (২২ ডিসেম্বর) বাদ আছর পাংশা পৌর এলাকার কুলটিয়া ঈদগাহের উন্নয়নকল্পে ও যুব সমাজের উদ্যোগে ২০তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করার কথা ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মুফতি ইলিয়াছুর রহমান জিহাদী (ঢাকা)।
তবে রোববার (২১ ডিসেম্বর) আয়োজক কমিটিকে তিনি জানিয়ে দেন মাহফিলে আসতে পারবেন না। অগ্রিম টাকা গ্রহণ করেও মাহফিলে উপস্থিত হতে পারবেন না বলে জানানোয় চরম বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মাহফিল এন্তেজামিয়া কমিটি সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী প্রধান বক্তার সঙ্গে যোগাযোগ ও চুক্তি সম্পন্ন করে তাকে অগ্রিম টাকা প্রদান করা হয়। আগামীকাল (সোমবার) মাহফিলের দিন হঠাৎ করে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে মাহফিলে আসতে পারবেন না বলে জানান। এতে করে পুরো আয়োজন নিয়ে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়। শেষ মুহূর্তে প্রধান বক্তা পরিবর্তন করা কঠিন কাজ।
কুলটিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. মজনু মাহমুদ বলেন, ‘ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরো উপজেলায় পোস্টার, ব্যানার ও মাইকের মাধ্যমে প্রচার করা হয়েছে। হঠাৎ এমন পরিস্থিতি আমাদের জন্য লজ্জাকর ও দুঃখজনক। একজন ইসলামি বক্তা অগ্রিম টাকা নেওয়ার পরও এভাবে না আসার ঘোষণা একধরনের প্রতারণা। উনি আমাদের সাথে বাটপারি করেছে।’
এলাকাবাসীর অভিযোগ, ধর্মীয় মাহফিলের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে একজন বক্তার এমন আচরণ শুধু আয়োজকদের নয়, সাধারণ মুসল্লিদের অনুভূতিতেও আঘাত করেছে।
সবশেষ মাহফিল এন্তেজামিয়া কমিটি জানিয়েছে, তারা বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে নতুন বক্তা ঠিক করেছেন। মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন, বিশিষ্ট ইসলামি আলোচক মাওলানা জিল্লুর রহমান জুনায়েদী। তাই আগামীকাল স্বতঃস্ফূর্তভাবে সকল ধর্মপ্রাণ মুসল্লীদের আগমন কামনা করেছেন আয়োজক কমিটি।
উল্লেখ্য, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. হারুন অর-রশীদ (হারুন)। সভাপতিত্ব করবেন, পাংশা পৌর বিএনপির সভাপতি এবং পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার।
এ বিষয়ে ইলিয়াছুর রহমান জিহাদীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তার সহকারী পরিচয় দিয়ে এক ব্যক্তি অভিযোগ অস্বীকার করে বলেন, আয়োজক কমিটি নাকি প্রশাসনিক ঝামেলার কারণে প্রোগ্রাম বাতিল করেছেন। এছাড়া যার মারফতে হুজুরকে দাওয়াত দেয়া হয়েছিল তাকেও বলা হয়েছে হুজুরেরও প্রশাসনিক ঝামেলা রয়েছে তাই হুজুর যেতে পারবে না।
ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ







