• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শান্তি মিশনে নিহত

কুড়িগ্রামের ২ সেনা সদস্যের মরদেহ সামরিক মর্যাদায় দাফন

কুড়িগ্রাম প্রতিনিধি    ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পি.এম.
২ সেনা সদস্যের মরদেহ সামরিক মর্যাদায় দাফন। ছবি: ভিওডি বাংলা

সুদানে শান্তি মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের লাশ তাদের গ্রামের বাড়িতে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

রোববার (২১ ডিসেম্বর)  দুপুরে দুই সেনা সদস্যের লাশ সামরিক হেলিকপ্টারে জেলার উলিপুর উপজেলান হেলিপ্যাডে নামানো হয়।

পরে দুটি এ্যাম্বুলেন্সে মো: মমিনুলের মরদেহ গ্রামের বাড়ি উলিপুরের উত্তর পকন্ডুল গ্রামে আর শান্ত মন্ডলকে তার গ্রামের বাড়ি রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামে নিয়ে যাওয়া হয়।

মিশনে নিহত দুই সেনা সদস্যের মরদেহ তাদের গ্রামের বাড়িতে সামরিক মর্যাদায় দাফন করা হয়।

নিহত সৈনিক মো: মমিনুল ইসলাম ২০০৮ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। তিনি চলতি বছরে মিমনে যোগ দেন। দুই কন্যা সন্তানের জনক তিনি। মমিনুলের মৃত্যুতে তার বাড়ীসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শান্ত মন্ডল ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন।  এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রান হারান তিনি। দুই বছর আগে দিলরুবা আক্তার বৃষ্টির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় শান্ত। বর্তমানে বৃষ্টি  ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানায় পারিবার।

ভিওডি বাংলা/ মোঃ মশিউর রহমান বিপুল/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অগ্রিম টাকা নিয়েও মাহফিলে না আসার অভিযোগ
পাংশা অগ্রিম টাকা নিয়েও মাহফিলে না আসার অভিযোগ
বিএনপির প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
নড়াইল-২ বিএনপির প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
ও আর খান চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
চাটমোহর ও আর খান চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ