অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান যুব দল

ওপেনার সামির মিনহাসের রেকর্ড সেঞ্চুরিতে দীর্ঘ ১৩ বছর পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান যুব দল। গতকাল যুব এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান ১৯১ রানের বড় ব্যবধানে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে। এর আগে ২০১২ সালে প্রথম ও শেষবার যুব এশিয়া কাপের শিরোপা জিতেছিল পাকিস্তান। ঐ আসরের ফাইনাল ম্যাচের স্কোর টাই হওয়ায় ভারতের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছিল পাকিস্তান।
দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৩১ রান যোগ হওয়ার পর বিচ্ছিন্ন হন উইকেটরক্ষক হামজা জাহুর। ১৮ রান করেন তিনি।
দ্বিতীয় উইকেটে উসমান খানকে নিয়ে ৯২ রান যোগ করেন মিনহাস। ৩৫ রান করে আউট হন উসমান। এই জুটিতেই ২৯ বলে হাফ সেঞ্চুরির দেখা পান মিনহাস। তৃতীয় উইকেটে আহমেদ হুসেনকে নিয়ে শতরানের জুটি ও ব্যক্তিগত শতরান পূর্ণ করেছেন মিনহাস। এ জন্য ৭১ বল খেলেছেন এই ডান-হাতি ব্যাটার।
৩৮তম ওভারে দলীয় ২৬০ রানে আউট হন হুসেন। ৫৬ রান করেন তিনি। তবে দলের রান ৩শ পার করে থামেন মিনহাস। ১৭টি চার ও ৯টি ছক্কায় ১১৩ বলে ১৭২ রান করেন তিনি। চলতি আসরে গ্রুপ পর্বে মালয়েশিয়ার বিপক্ষে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন মিনহাস। মালয়েশিয়ার ওয়ানডে স্বীকৃতি না থাকায় ঐ ম্যাচটি যুব ওয়ানডের স্বীকৃতি পায়নি। রেকর্ড ইনিংসে যুব ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের মালিক হয়েছেন মিনহাস। গত বছরের এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১৫৯ রানের ইনিংস খেলেছিলেন শাহজাইব খান। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও গড়েছেন সামির। এতে ভেঙে গেছে স্বদেশি সামি আসলামের রেকর্ড। ২০১২ সালের ফাইনালে ১৩৪ রানের ইনিংস খেলেছিলেন আসলাম।
মিনহাসের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৭ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। যুব এশিয়া কাপে এটি পাকিস্তানের সর্বোচ্চ রান। এমনকি যুব এশিয়া কাপের ফাইনালেও সর্বোচ্চ দলীয় রান। আগেরটি ছিল ভারতের। ২০১৪ আসরে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে ৩১৪ রান করেছিল ভারত।
ভিওডি বাংলা/ এমএম



