অস্ত্রোপচার
পেটে ব্যান্ডেজ নিয়েই শুটিংয়ে ইমরান হাশমি

কাজের প্রতি নিষ্ঠা ও পেশাদার মনোভাবের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউডের তারকা অভিনেতা ইমরান হাশমি। অস্ত্রোপচারের পর অল্প সময়ের মধ্যেই পেটে ব্যান্ডেজ নিয়েই শুটিং সেটে ফিরেছেন তিনি।
পেশাদারিত্বের নজির গড়লেন ইমরান হাশমি রাজস্থানে ‘আওয়ারাপন ২’র শুটিং চলাকালীন একটি অ্যাকশন দৃশ্যে গুরুতর আহত হন। আঘাত এতটাই গুরুতর ছিল যে, শরীরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয় অভিনেতার।
সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় ইমরানকে। চিকিৎসকদের সিদ্ধান্তে করা হয় জরুরি অস্ত্রোপচার। অস্ত্রোপচার সফল হলেও চিকিৎসকরা পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন তাকে। কিন্তু বিশ্রাম নিতে নারাজ এ সেলিব্রেটি।
নায়কের অনুপস্থিতিতে শুটিং বন্ধ থাকলে প্রযোজকের বড় অংকের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে ভেবে অল্প সময়ের মধ্যেই সেটে ফেরেন তিনি। শুটিংয়ে ফিরলেও সিনেমা সংশ্লিষ্টরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইমরানের অ্যাকশন দৃশ্য সীমিত রেখেছেন। একইসঙ্গে শুটিং শিডিউলেরও কিছু পরিবর্তন করেছেন।
ইমরানের অদম্য মানসিকতা ও পেশাদার আচরণ শুটিং ইউনিটের সবাইকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। টিমের সদস্যরা তার নিষ্ঠা, একাগ্রতা ও দায়িত্ববোধে মুগ্ধতা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, দীর্ঘ ১৮ বছর পর ফিরছে বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘আওয়ারাপন’র সিক্যুয়াল। নতুন সিনেমাতে ইমরান হাশমির সঙ্গী হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ দিশা পাটানি। ২০২৬ সালে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।
ভিওডি বাংলা/ এমএম



